কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ৫৮ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ পুরুষ ১৬ নারী ও ৩৩ শিশু। পাশাপাশি দুজন মানবপাচার চক্রের সদস্যের মূল হোতাকেও আটক করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মানবপাচারকারী চক্রের দুজন ও উদ্ধার ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে টেকনাফ সদরের মহেশখালিয়াপাড়ার দালালচক্রের মূল হোতা মোহাম্মদ ইয়াসিন এবং মো. আমজাদ হোসেনের নেতৃত্বে ৫৮ রোহিঙ্গা শরণার্থীকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফের মহেশখালিয়াপাড়ায় নির্জন এলাকায় একত্রিত করে।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অপহৃত রোহিঙ্গাদের উদ্ধার করতে সক্ষম হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।