মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পরিচিতি সভা

চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকাল ৪টায় মিঠাছড়া সাসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন৷

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন৷

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ’৯৩ ব্যাচের ছাত্র এম সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা বেগম রত্না, ‘৬৬ ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা রওশনের জামান, ‘৯৩ ব্যাচের ছাত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলমসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা বক্তব্য রাখেন৷

সভায় আগামী বছরের জানুয়ারি মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের বৃহৎ পরিসরে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।