চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসিতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় প্রশংসাপত্র বিতরণ, জিপিএ ৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে৷
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক (PBGSI) আওতায় বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় ১৫ জন সুবিধাভোগি শিক্ষার্থীদের মাঝে এই অনুদান প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক এমরান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব সাংবাদিক এনায়েত হোসেন মিঠু৷
আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।
মন্তব্য নেওয়া বন্ধ।