মিরসরাইয়ের তরুণীকে পরশুরামে নিয়ে গণধর্ষণ—প্রধান আসামিকে ঢাকা থেকে ধরলো র‌্যাব

চট্টগ্রামের মিরসরাইয়ের এক তরুণিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে বদ্ধ ঘরে আটকে মদ খাইয়ে পালাক্রমে ধর্ষণ করে ৫ যুবক। গত ১৮ জুলাই দিবাগত রাতে ফেনী জেলার পরশুরাম এলাকায় ঘটে যাওয়া লোমহর্ষক এ ঘটনায় জড়িত প্রধান হোতা নূর আলম প্রকাশ রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগরের দক্ষিণখান থানার আজমপুর গুনবর মুন্সী স্মরণী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাগর নামে এক যুবকের সাথে মিরসরাইয়ের ওই তরুণীর মোবাইল ফোনে কথা হতো। গত ১৮ জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে তার বাড়ি থেকে আর চার যুবক মিলে একটি সিএনজি অটোরিকশাযোগে ফেনীর পরশুরাম এলাকার একটি অজ্ঞাত বাড়িতে আটকে রাখে। পরে তাকে জোরপূর্বক ইয়াবা এবং মদ পান করিয়ে ৫জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ১২দিন পর গত ৩০ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের শিকার তরুণি বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরশুরাম থানায় মামলা রেকর্ড হয়। বিষয়টি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১ (উত্তরা) ও র‌্যাব-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযানে রনি ধরা পড়ে।

চাঞ্চল্যকর এই মামলার অন্য আসামিরা হলো রনির সহযোগী সাগর (২৩), রিপন (২৫), আরিফ (২৪) ও সাকিব মুন্সী (২৫)। গ্রেপ্তার রনি ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিন গুথুমা এলাকার শাহবুদ্দিনের ছেলে।

মন্তব্য নেওয়া বন্ধ।