চট্টগ্রামের মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায় নেমে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জুলাই) রাত ৯ টার সময় রুপসী ঝর্ণার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির মো. জামিলের ছেলে মো. আফসার (১৫) এবং একই এলাকার মো. জসীমের ছেলে মো. আরিফ (১৮)।
তারা ৯ বন্ধু চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে ঘুরতে রুপসী ঝর্ণায় যায়। কূপে গোসল করতে গিয়ে ২ বন্ধু হারিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম পাটোয়ারি জানান, ৯ বন্ধু ঘরতে এসে হারিয়ে যায় তাদের ২ বন্ধু। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।