চট্টগ্রামের মিরসরাইয়ে রিজার্ভ ফরেস্টে থাকায় ১৩ পরিবারের চলাচলের পথ বন্ধ করছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মহামায়া ইকোপার্কের পাশে রিজার্ভ ফরেস্ট এলাকায় এই ঘটনা ঘটে।
রিজার্ভ ফরেস্টে এলাকায় থাকা অসহায় পরিবারগুলা জানায়, দীর্ঘ ২০ বছর ধরে পরিবার নিয়ে রিজার্ভ ফরেস্ট এলাকায় বসবাস করে আসছিলো তারা। সবাই ওই এলাকার ভোটার। জায়গা জমি না থাকায় সন্তানদের নিয়ে কোন রকম দিন যাপন করছিলেন ফরেস্ট এলাকায়। কারও কারও সন্তান বিদ্যালয়ে পড়ালেখা করে। তাদের আয়ের তেমন উৎস নেই। এবার চলাচলের পথ বনবিভাগের লোকেরা বন্ধ করে দিচ্ছি।
এ বিষয়ে মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, এটি রিজার্ভ ফরেস্টে এরিয়া। এইখানে বসবাস করা অন্যায়। ফরেস্টের জায়গায় এই পরিবারগুলো বসবাস করে সরকারি কাজে বাধা দিচ্ছে।
মন্তব্য নেওয়া বন্ধ।