মিরসরাইয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পায়রা উড়িয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে একটি শোভাযাত্রা বের হয়। শেভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান৷ এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা সবার সামনে দলের অতীত কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন৷

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ প্রবীণ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ আলোচনা শেষে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।