মিরসরাইয়ে আগুনে পুড়লো ৩ বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গ্রাম পুলিশের এক নারী সদস্যের ঘরসহ ৩ বসতঘর। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৬টায় উপজেলার জোরারগঞ্জ থানার ৪ নম্বর ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের স্বপন ডাক্তার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, ধুম ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য বিনা রানী দেবী, একই বাড়ির বাসিন্দা কমল চন্দ্র নাথ ও শেমল চন্দ্র নাথ। অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ছাড়াও রান্নাঘর এবং মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে একে একে ৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়।

মিরসরাই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটওয়ারী বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।