মিরসরাইয়ে আজিজিয়া মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন

আল কোরআনের আলো ছাড়ানো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই আজিজিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠার অল্পদিনেই উপজেলায় ধর্মপ্রাণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। এ মাদ্রাসার ১৩ জন ছাত্রকে ছবক দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে মিরসরাই পৌরসভার ছায়েদা কমপ্লেক্সে ভবনে মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজ সভাপতিত্বে ছাত্রদের ছবক প্রদান করেন মিরসরাই কলেজ মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মারুফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিঠানালা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম, ইসলামী ব্যাংকের কর্মকর্তা একরামুল হক, হাফেজ রফিক, খতিব মাওলানা নুরুল হক, শিহাব উদ্দিন প্রমুখ।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, এই অঞ্চলে দ্বীনের আলো ছড়ানোর জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী যোগ্য মানুষ গড়ার জন্য মনোরম পরিবেশে আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । এছাড়া সম্প্রতি উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২৩’র কেরাত প্রতিযোগিতায় দুটি বিভাগে এ প্রতিষ্ঠানের ছাত্ররা প্রথম স্থান অর্জন করেছে। ১৮ জন ছাত্র পবিত্র কোরআনের হাফেজ হিসেবে পাগড়ি লাভ করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।