মিরসরাইয়ে আনসারের ডিউটি করতে টাকা নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনের দায়িত্ব করতে অস্থায়ী আনসার সদস্যদের থেকে জাতীয় পরিচয় পত্রের সাথে টাকা না দিলে ডিউটি করতে না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনসার কর্মকর্তার বিরুদ্ধে। যদিও টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ধন চরন নাথ।

জানা গেছে, অস্থায়ী আনসার সদস্যদের ডিউটি করতে হলে আনসারের ট্রেনিং সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু এই উপজেলায় সম্পন্ন ভিন্ন চিত্র। ট্রেনিং সার্টিফিকেট থাকার পাশাপাশে দিতে হচ্ছে জন প্রতি ১ হাজার থেকে ১২০০ টাকা। ১৬ ইউনিয়ন ২ পৌরসভা মিলে গঠিত মিরসরাই উপজেলা। এই জায়গায় নির্বাচনী কেন্দ্র আছে ১০৬টি। নির্বাচনী ডিউটির জন্য ১টি কেন্দ্রে ১২ জন করে অস্থায়ী আনসার সদস্য নিচ্ছে তারা। ১ কেন্দ্রে ১২ জন হলে উপজেলায় ১ হাজার ২৭২ জন অস্থায়ী আনসার নিচ্ছে এই আনসার ও ভিডিপি অফিস।

ভুক্তভোগী অস্থায়ী আনসার সদস্য রোজিনা, সাব্বির, ভবি বলেন, আমরা অস্থায়ী আনসারের ট্রেনিং প্রাপ্ত। অস্ত্রের ট্রেনিং ছাড়া সব ট্রেনিং দেওয়া আছে। এবার পূজারও ডিউটি করছি। নির্বাচনের ডিউটি করতে টাকা দিতে হচ্ছে। টাকা না দেওয়াতে আমাদের আইডি কার্ড ও কাগজপত্র নিচ্ছে না অফিস।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ধন চরন নাথ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। তারপরে আমার অফিসের যদি কেউ টাকা নিয়ে থাকে অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।

আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট সাইফুল্লাহ হাবিব বলেন, ‘আমি খোঁজ খবর নিচ্ছে। অভিযোগ পেলো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

মন্তব্য নেওয়া বন্ধ।