চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-০৭। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, ৩৪টি অটোরিকশার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর সদরে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-ডাকাত সর্দার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকার মো. হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী এলাকার মো. সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮), দক্ষিণ সুনামগঞ্জের আকতাপাড়া এলাকার সিজিল মিয়া সোহাগ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-০৭ ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম বলেন, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশে তল্লাশি চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ ব্যাটারিসহ ডাকাত সর্দার হক সাহেব ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাতদলের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।