চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল কালাম আজাদ (২৬) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কালাম ওই এলাকার আবু জাফরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস পূর্বে দুবাই থেকে দেশে আসেন কালাম। মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাতের যে কোন সময় ঘর থেকে বেরিয়ে পাশের আম গাছের সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে।
উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান বলেন, বুধবার ভোরে কালামের লাশ গাছের সাথে ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিই। কালামের মানসিক সমস্যা রয়েছে। এ কারণে কয়েক মাস পূর্বে দেশে চলে আসে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে কালাম মানসিক রোগী ছিল। গত কয়েক মাস ধরে মানসিক রোগে চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।