মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় যাত্রীবাসী বাস থেকে ৩৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফ সদর ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আলম (৬৫), চট্টগ্রাম জেলার খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার ছোবহান আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী (৪৭)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্ততে বৃহস্পতিবার রাতে থানার পশ্চিম পাশ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।