মিরসরাইয়ে এক রাতে ৬ গরু চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় আকরাম আলী ভূঁইয়া বাড়ির মো. ইমামের ৩টি ও নিজাম উদ্দিন ভূঁইয়া বাড়ির আবুল কালামের ৩টি গরু চুরি হয়।

ক্ষতিগ্রস্থ গরুর মলিক মো. ইমাম বলেন, ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। শুনেছি একটি পিকআপ গাড়ি নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ পাহারা দিয়েছে চোরের দল। রাত পোহানোর আগেই গোয়াল ঘরের তালা ভেঙে মোটা ৩টি গরু নিয়ে যায়। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি। তবে বিষযটি খতিয়ে দেখছি।

মন্তব্য নেওয়া বন্ধ।