মিরসরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হিতকরীর খাতা বিতরণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিতকরীর উদ্যোগে ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার সংলগ্ন আবুতোরাব হামিউস সুন্নাহ নূরানী মাদ্রাসার কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নিখাদ ওয়েল ফেয়ার এন্ড কমিউনিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ডা. গিয়াস উদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, মাদ্রাসা গভর্নিং কমিটির সদস্য জয়নাল আবেদীন, আবিদ হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-কমিটির সচিব আব্দুল কাইয়ুম রনি, হিতকরীর সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয় প্রমূখ।

হিতকরী’র ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-কমিটির সচিব আব্দুল কাইয়ুম রনির জানান, এই উদ্যোগ আমরা সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রহণ করি। আমরা প্রত্যেক মাসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় খাতা বিতরণ করে থাকি। জানুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এবং গরীব শিক্ষার্থীদের মাঝে খাতা প্রদান করা হবে। এই কার্যক্রম শুধু মায়ানী, মঘাদিয়া ইউনিয়নে নয়, ক্রমান্বয়ে পুরো উপজেলাব্যাপী করা হবে।

তিনি বলেন, এবারে আমরা বাংলা, ইংরেজি ও গনিতের ৫ হাজার খাতা তৈরি করেছি। যার পুরোটা অর্থায়ন করেছেন ‘ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশী কমিউনিটি’। এই কার্যক্রমে অন্যরাও এগিয়ে এসে আমাদের সহযোগিতা করলে আমরা আরো বড় পরিসরে কাজটি চালিয়ে যেতে পারবো।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ নভেম্বর জাতীয় যুব দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উপজেলার দুই শতাধিক সংগঠনকে টপকে উপজেলায় শ্রেষ্ঠ সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠনের স্বীকৃতি পেয়েছে হিতকরী।

মন্তব্য নেওয়া বন্ধ।