মিরসরাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ইসমত আরা ফেন্সি, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম দিদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় ডাকঘর হযরত শাহ সুফি মাদ্রাসাকে ৩ গোলে হারিয়েছে মিঠাছরা উচ্চ বিদ্যালয়।

মন্তব্য নেওয়া বন্ধ।