মিরসরাইয়ে চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফ (৩০)। আরিফ মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুন্টের সামনে অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন আসামি পালিয়ে যায়। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সাসহ মো: আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের তালবাড়ীয়া এলাকার ত্রিপুরা পাড়ার তন কুমারা ত্রিপুরার ছেলে ইন্দ্র ত্রিপুরা (৩৫), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫)। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।