চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে (৫১) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে চেয়ারম্যানে বাঙলোতে এই হামলার ঘটনা ঘটে।
জাহেদ চেয়ারম্যান স্থানীয় খৈইয়াছড়া ইউনিয়নের টানা ২ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার বাবাও ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে জাহেদ চেয়ারম্যান তার বাঙলোতে ছিলেন। প্রায় সময় তিনি বাঙলোতে থাকেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেন। এতে মাথায় ও পায়ে মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।