মিরসরাইয়ে ‘টপ সয়েল’ কাটায় ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকার তালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টপ সয়েল কাটার কাজে জড়িত মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মৃত মো. জাগির হোসেনের ছেলে মো. ইউসুফ উদ্দিন (৩২) কে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বিসিক শিল্প এলাকার নিকটবর্তী তালবাড়িয়া নামক এলাকায় এক্সকেভেটর দ্বারা কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র পরিবহনের অভিযোগে মঙ্গলবার রাত ৯টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহের দায়ে অভিযুক্ত মো. ইউসুফকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।