মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত জয়ন্ত সূত্রধর (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর রেল লাইন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিরসরাই রেলওয়ে পুলিশের খোরশেদ আলম বলেন, রেললাইনের পাশে নিহতের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।