মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার মস্তাননগর রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

চিনকী আস্তানা রেলওয়ের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সকালে মস্তাননগর স্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় রেলওয়ের নিরাপত্তাকর্মীরা। পরবর্তীতে মরদেহটি উদ্ধারের জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পাহাড়িকা অথবা কর্ণফুলী ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) উপ-পরিদর্শক ফারুক হোসাইন বলেন, মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের খবর শুনে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

মন্তব্য নেওয়া বন্ধ।