মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পারভিন আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী।
চট্টগ্রাম রেলওয়ে ফাঁড়ির (সীতাকুণ্ড) ইনচার্জ খোরশেদ আলম জানান, মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। লাশ উদ্ধারের করে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।