মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল এবং একটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিরসরাই থানার পশ্চিম গোবনীয়া গ্রামের মেহেদী হাসান (২৭), সৈদালী গ্রামের মো. নাজিম (২৮) এবং কক্সবাজার জেলার মহেশখালী থানার দেবাঙ্গা পাড়া গ্রামের মো. সালাউদ্দিন (৩৮)।

র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, আসামিরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মিরসরাইসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাকাতি এবং ছিনতাই করে আসছিল। এছাড়া তারা সাধারণ পথচারীদের অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে থাকে। চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে ৩টি, নাজিমের বিরুদ্ধে ২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।