মিরসরাইয়ে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা, ২ নারী ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণ ব্যবসায়ীকে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই প্রতারক নারী। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বড়তাকিয়া বাজারের টি.কে জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে।

প্রতারণাকারী ২ নারী হলেন—রত্না বেগম ও শিল্পী আক্তার। তাদের স্থানীয়রা আটক করে পুলিশেরে কাছে সোপর্দ করেন। যদিও পরে জুয়েলার্সের দোকানের মালিক থানায় অভিযোগ না করায় পুলিশ প্রতারণা করা দুই নারীকে ছেড়ে দেন।

দোকানের মালিক বাসুদেব বণিক বলেন, আমি দোকানে ছিলাম না। নকল স্বর্ণ দিয়ে দুই প্রতারক নারী নগদ ৮০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে দ্রুত দোকানে এসে দৌড়ে তাদের হাতেনাতে ধরে টাকা ফেরত নেওয়া হয়।

তিনি বলেন, আমার বাবা অসুস্থ থাকায় পরিবারে আমি একেবারে একা । তাই থানায় মামলা করে নাই। বাজার ব্যবসায়ীরাসহ থানায় ফোন করে পুলিশের হাতে তুলে দেন প্রতারণা করা দুই নারীকে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, জুয়েলারি দোকানে প্রতারণা করার সময় দুই নারীকে স্থানীয়রা ধরে রাখে। থানায় অভিযোগ না দেওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।