মিরসরাইয়ে পদক্ষেপের শুভেচ্ছা উপহার পেল ৪০০ বন্যা ক্ষতিগ্রস্থ পরিবার

‘মানবিক উদ্যোগে দেশ জুড়ে এক সাথে’ এই স্লোগান নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে উন্নয়ন সংস্থা পদক্ষেপ। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বারইয়ারহাট পৌরসভাস্থ পদক্ষেপের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সিফাতুল মাজাহার।

সংস্থার সিনিয়র ব্যবস্থাপক ও সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার নাজিম উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জোনের সহকারি পরিচালক ও জোনাল ম্যানেজার উত্তম কুমার সরকার।
এসময় বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, এনসিসি ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন সেলিম, পদক্ষেপের চট্টগ্রাম উত্তর জেলা জোনের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন, হাটাজারী এরিয়া ম্যানেজার রোমান সরকার, জোরারগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল দে, মিরসরাই ব্রাঞ্চ ম্যানেজার সজল চন্দ্র দেবনাথ সহ পদক্ষেপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন গ্রাম প্লবিত হয়েছে। এতে অপূরনীয় ক্ষতি হয়েছে মানুষের। অন্যান্য সংস্থার মতো ক্ষতিগ্রস্থ এসব মানুষের পাশে দাঁড়িয়েছে পদক্ষেপ। দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছে তারা।

শুভেচ্ছা উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য।

মন্তব্য নেওয়া বন্ধ।