আইনি জটিলতায় এক মাস আগে সাময়িক বরখাস্ত হওয়া ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল্লাহ আল মামুন উচ্চ আদালতের আদেশে পদ ফিরে পেয়েছেন।
সোমবার (১ জুলাই) সকালে পুনরায় ইউপি সদস্যের চেয়ারে বসেন তিনি।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আল্লাহর রহমত আমার এলাকার মানুষের দোয়াতে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবার জনগণের সেবায় কাজ শুরু করেছি। আমি সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকতে চাই।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এ আদেশের বিরুদ্ধে আব্দুল্লাহ আল মামুন আপিল করেন এবং দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে স্বপদে বহালের আদেশ দেন।
এরপর পুনরায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেন।
মন্তব্য নেওয়া বন্ধ।