চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. শামীম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মো. হাসানের। ২ মেয়ে ১ ছেলের মধ্যে শামীম সবার ছোট।
শিশু শামীমের মামা সাঈদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে পুরুষরা সবাই যখন জুমার নামাজে যাচ্ছিলো। মা নাজমা আক্তার ঘরে দুপুরের রান্না-বান্না নিয়ে ব্যস্ত ছিলো। এমন সময় শিশু শামীম সবার অজান্তে কোনো এক সময় পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
তিনি বলেন, একপর্যায়ে ঘরের সামনে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।