মিরসরাইয়ে পৃথক অভিযানে ২ রোহিঙ্গাসহ আটক ৩

0

চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি পৃথক অভিযানে ইয়াবা পাচারকালে ২ রোহিঙ্গাসহ এক নিয়মিত মামলার আসামিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্য সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার ড্রাইভার হোটেলের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে নুরুল ইসলাম প্রকাশ লালু (২৩) ও একই ক্যাম্পের সৈয়দুল আমিনের ছেলে নুরুল আমিন (৩১)। নিয়মিত মামলায় আটককৃতের নাম এনামুল হক (৩৩)। সে জয়পুরহাটের আক্কেলপুর থানার সোনাই মাগুরা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কমলদহের ড্রাইভার হোটেল সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ২ রোহিঙ্গাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়াও একই দিন পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী এনামুল হক (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান ওসি কবির হোসেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm