মিরসরাইয়ে বছরের প্রথম দিন নতুন বই পেলো লক্ষাধিক শিক্ষার্থী

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন বছরের প্রথম দিনে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী পেলো নতুন বই। সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমায়ন কবির চৌধুরীরে সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ২০২৪ সালে এই উপজেলায় ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থীকে বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫১ হাজার শিক্ষার্থীকে এই বই বিনামূল্যহে বিতরণ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।