মিরসরাইয়ে বনবিভাগের আসবাবপত্র পেলো মিঠাছরা বিদ্যালয়

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা পেলো বনবিভাগের আসবাবপত্র।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে বনবিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের এফ সি ভি উত্তর তালবাড়ীয়া, গোভনিয়া বিট মিরসরাই রেঞ্জের বাস্তবায়নে এই আসবাবপত্র বিতরণ করা হয়।

আসবাবপত্রের মধ্যে ছিলো-চেয়ার ২০টি, কনফারেন্স টেবিল ১টি, বুক সেলফ ৩টি, স্টীলের আলমারি ৩টি, ফ্যান ৬টি।

আসবাবপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামশেদ আলম, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ নওশাদ, বিট কর্মকর্তা সাদমান সাকিব প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।