চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মহামায়া লেকে এই সমাপনী প্রশিক্ষণ শেষ হয়। এর আগে গত ২৭ অক্টোবর এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এস.এম কায়চার। প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ, চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।
৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ১৬ জন রিসোর্স পার্সনের সমন্বয়ে বিভিন্ন শ্রেণী পেশার ১৬৭ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। এতে পরিবেশ, প্রতিবেশ, বন ও বৃক্ষের ভূমিকা, ইকোট্যুরিজম ও আর্থ-সামাজিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিদ্যামান আইনের প্রতি গণসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।