চট্টগ্রামের মিরসরাইয়ে মো. জাফর উল্লাহ ভূঁইয়া (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, জাফর উল্লাহ ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের নারায়নপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার পুত্র। তিনি মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দীর্ঘদিন ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভাই মো. এনামুল হক বলেন, আমার ভাইয়ের ২টি কন্যা সন্তান রয়েছে। পরিবারের সবাই এলাকায় থাকে। গত ২ বছর আমার ভাই ব্যবসায়ীক কাজে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। গত ২ দিন খোঁজ না পেয়ে রবিবার (২২ অক্টোবর) রাতে তার বাসায় আসলে রুমের দরজা বন্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় খবর দিলে পুলিশ এসে দরজা খুলে আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জাফর উল্লাহ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, লোকটি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।