চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. নুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আর্য্যরাজ দত্ত, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. কবির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. সহিদ উল্লাহ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. কবির হোসেন জানান, আগামী ১২ ডিসেম্বর এক দিনের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস শিশুর লক্ষ্য মাত্রা ৬ হাজার ৪১৭ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস শিশুর লক্ষ্য মাত্রা ৫০ হাজার ২০১ জন। মোট ঠিকাদান কেন্দ্র ৩৯৪টি, টিকাদান কর্মী ৭৯০ জন।
মন্তব্য নেওয়া বন্ধ।