মিরসরাইয়ে মহাসড়কে শিক্ষার্থীদের হামলায় গাড়ি ভাঙচুর, চালক আহত

মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত শিক্ষার্থীদের হামলায় আনোয়ার হোসেন মঞ্জু (৪০) নামের এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। এ সময় ট্রাক গাড়িটি ভাংচুর করে চাবি নিয়ে যায় শিক্ষার্থী।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিঠাছরা ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত গাড়িচালক আনোয়ার হোসেন মঞ্জু জানান, বিদ্যালয়ের গ্রীস্মকালীন খেলা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা জড়ো হয় মহাসড়কে। সিগনাল দিয়ে আমার গাড়ি থামায়। এ সময় কিছু বলার আগে আমাকে মারধর করে দিয়ে গাড়ির গ্লাস ভেঙে চাবি নিয়ে চলে যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহাসড়কে গাড়ি চলাচল সচলের ব্যবস্থা করি। আমরা জড়িতদের ব্যাপারে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, সকালের সেশনে অফিসের কাজে ব্যস্ত ছিলাম। খেলা শেষে ঝামেলা হয়েছে জেনেছি ৷ ভেন্যুতে যাচ্ছি৷ বিষয়টা আমি দেখতেছি৷ তদন্ত করে ব্যবস্থা নেব।

মন্তব্য নেওয়া বন্ধ।