চট্টগ্রামের মিরসরাইয়ে যথাযত মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বারইয়ারহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশ নেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।