মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে প্রবাসীর সোনা-টাকাসহ ব্যাগ উদাও

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী একটি বাস থেকে সোনা ও টাকাসহ একটি ব্যাগ উদাও হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের যাত্রী প্রবাসী মোহাম্মদ জাহেদ হাসান (৩০) বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, বাসের সুপার ভাইজার মো. ইস্রাফিল (২৩), হেলপার মো. ওমর (২১), চালক হাফেজ মো. নুরুল আলম (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর প্রবাসী জাহেদ হাসান তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার থেকে মিরসরাই আসার জন্য স্টার লাইন পরিবহনের ঢাকা-মেট্রো-ব- ১৪-৯৯৪৬ সিরিয়ালের বাসে উঠে। তাদের হাতে থাকা ৩টি ব্যাগ বাসের সুপারভাইজারকে বুঝিয়ে দেন। সুপার ভাইজার ৩টি ব্যাগ বুঝি নিয়ে ৩টি টোকেন দেন। পরে মিরসরাই আসলে বাসের সুপারভাইজারকে ব্যাগ বুঝিয়ে দেওয়ার জন্য বললে একটি ব্যাগ দেয় নাই।

প্রবাসী জাহেদ হাসান বলেন, নতুন বিয়ে করছি। বউকে নিয়ে ঘুরতে কক্সবাজার যাই। স্বর্ণ রাখা ব্যাগটি সাথে রাখতে চাইছিলাম। বাসের সুপারভাইজার দিলোনা রাখতে। সে বললো কোন সমস্যা হবেনা বক্সে রাখলে। হাতে রাখলে অন্য যাত্রীর চলাচলের সমস্যা হবে। তাই ব্যাগটি দিলাম। ব্যাগে বউয়ের ৩৯.৫৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের গহনার নেকলেস ছিলো। যার মূল্য ৩ লক্ষ ১৬ হাজার টাকা, দুইটি স্বর্ণের আংটি মূল্য ৪৫ হাজার টাকা, নগদ ৫০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকার কসমেটিকস্ ও নতুন ক্রয়কৃত মূল্যবান কাপড় চোপড় ছিল। ব্যাগের টোকেন আছে। এখন পথে বসার মত অবস্থা।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বক্তব্য দিতে রাজি হয় নাই।

মন্তব্য নেওয়া বন্ধ।