মিরসরাইয়ে শান্তি ফিরিয়ে আনবে জামায়াত

চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মিরসরাই জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা। শনিবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আশ্বাস দেন তারা।

এ সময় মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নরুল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক নিজাম উদ্দীন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম শিকদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মিরসরাই পৌরসভা সভাপতি শিহাব উদ্দীন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ একরামুল হক, লোকমান হোসাইন।

এছাড়া ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন সম্পাদক আফনান হাসান ও ইসলামী ছাত্রশিবির মিরসরাই শহর শাখার সভাপতি সাকিব হোসাইন।

এ সময় জামায়াত নেতৃবৃন্দরা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। অমুসলিমদের মন্দিরে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষার জন্য কাজ করছে।

এলাকায় চাঁদাবাজি ও মাদকদ্রব্য মুক্ত করার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।