চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মিরসরাই জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা। শনিবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আশ্বাস দেন তারা।
এ সময় মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নরুল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক নিজাম উদ্দীন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম শিকদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মিরসরাই পৌরসভা সভাপতি শিহাব উদ্দীন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ একরামুল হক, লোকমান হোসাইন।
এছাড়া ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন সম্পাদক আফনান হাসান ও ইসলামী ছাত্রশিবির মিরসরাই শহর শাখার সভাপতি সাকিব হোসাইন।
এ সময় জামায়াত নেতৃবৃন্দরা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। অমুসলিমদের মন্দিরে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষার জন্য কাজ করছে।
এলাকায় চাঁদাবাজি ও মাদকদ্রব্য মুক্ত করার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
মন্তব্য নেওয়া বন্ধ।