মিরসরাইয়ে সাংবাদিক ইকবালের বাড়িতে ককটেল হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিক ইকবাল হোসেন জীবনের বাড়িতে ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ে ছুড়ে মারা এই ককটেল মেরেছে দুর্বৃত্তরা।

ভু্ক্তভোগী ইকবাল দৈনিক চট্টগ্রাম খবর এবং যায়যায়দিনে মিরসরাই প্রতিবেদক। এছাড়া তিনি মিরসরাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, হামলার সময় ওই এলাকার আরও কয়েকটি বাড়িতে ককটেলটি ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরিত হয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। রাতে আঁধারে ককটেল ছুড়ে মারায় এলাকা থমথমে অবস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।