চট্টগ্রামের মিরসরাইয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা উল্টে দুই দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শিল্পনগর সড়ক দিয়ে সারেংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল কারিফ। তারা উপজেলার আবুতোরাব ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন, মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশা করে ৫ শিক্ষার্থী বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথে গাড়ির চাকার বিয়ারিং ভেঙে গাড়ি উল্টে যায়। এতে দুই পরীক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কারিফের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ তাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পরীক্ষার্থী আহতের খবর পাইনি। খোঁজ খবর নিয়ে দেখছি।
মন্তব্য নেওয়া বন্ধ।