ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার থেকে ৪০ কেজি ইলিশ ও ৬০ কেজি রং মিশ্রিত পোয়া মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কয়েকটি বাজার ও মাছঘাটে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ বিশেষ অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং রং মিশ্রিত পোয়া মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযানে বাংলাদেশ কোস্টগাড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর সহযোগিতা করেন।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ১২ অক্টোবর হতে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।