মিরসরাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

যাত্রীবাহী বাসে করে ফেনী লালপোল থেকে চট্টগ্রামে ১৪ কেজি গাঁজা আনার পথে তিন যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত হামিদুর রহমানের ছেলে মো. হাবিব (৪০), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরিফ (২০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত শফিউল্ল্যাহর ছেলে মো: সোহাগ (৩৫)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মিরসরাই পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে রংপুর টু চট্টগ্রামগামী শ্যমলী এন.আর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস থেকে ১৪ কেজি গাঁজা তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবকরা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদক বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।