মিরসরাইয়ে ২ হাজার নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ২ হাজার দরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল থেকে ইউনিয়ন পরিষদ(ইউপি) কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

জানা গেছে, করেরহাট ইউনিয়নের জনগণ অন্য যেকোন ইউনিয়নের থেকে বেশি। এছাড়া এখানকার পাহাড়ি জনপদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা অগ্রাধিকার পেয়েছে। তালিকা দীর্ঘ হওয়ার কারণে সরকারি বরাদ্দের চেয়ে আরো ৭শ বাড়িয়ে চেয়ারম্যান নিজের অর্থায়নে বিতরণ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর দেয়া চাল পেয়ে খুশির হাসি গরিব-দরিদ্র নারীদের চোখে-মুখে। চাল নিতে আসা অলিনগর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা লায়লা বেগম বলেন, বাবারে এখন খুব কষ্টে দিন কাটছে। ছেলের বাবার (স্বামী) কাম-কাজও নাই। এসময় এটুকু চাল উপকারে আসবো।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ২ হাজার হতদরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়েছে। করেরহাট ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ছিলো ১৩শ জনের। সেক্ষেত্রে তালিকা দীর্ঘ হওয়ায় চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাকি ৭শ নারীকে চাল দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।