চট্টগ্রামের মিরসরাইয়ে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে এই বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, জিপসান ৫ কেজি, বারমি কম্পোস্ট ১৫ কেজি, বোরন সার ১ কেজি বিতরণ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।