মিরসরাইয়ের আদিবাসী পল্লীতে নয়া দালানের শীত উপহার

চট্টগ্রামের মিরসরাইয়ে ছায়াস্থল ইয়ুথ ফাউন্ডেশনের সৌজন্যে গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকা সাইবেনীখিল ত্রিপুরা পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন ডা. জামশেদ আলমের প্রতিষ্ঠিত ‘সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে’ প্রাঙ্গণে উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নতুন উপহার পেয়ে ঈদের মতো আনন্দ উদযাপন করেন ত্রিপুরা পরিবারগুলো। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তখন তাদের বিভিন্ন কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরেন নয়া দালান টিমের কাছে।

নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, পাহাড়ের আদিবাসী মানুষরা সমতলের মানুষদের থেকে কাছে থেকেও দূরে। তাই উনাদের কষ্ট অনুভব করে নয়া দালান টিম এমন উদ্যোগ গ্রহণ করেছে।

নয়া দালান টিমকে উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেছেন ডা. জামশেদ আলম, যিনি আদিবাসীদের নিয়ে বহুবছর ধরে কাজ করে যাচ্ছেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক উষা ত্রিপুরা, নয়া দালান সদস্য আযোহান আবরার, তানবীর আহমেদ, আব্দুল মুক্তাদির, ফজলে রাব্বী, ইব্রাহিম সাদনাম ও সারাবন তহুরা।

মন্তব্য নেওয়া বন্ধ।