চট্টগ্রামের মিরসরাইয়ে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এক সপ্তাহে ২ ইউনিয়ন পরিষদে চুরির পর এবার চুরি হয়েছে ১০টি দোকানে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। স্থানীয়রা বলছেন, চুরি কমাতে প্রশাসনকে কঠোর হওয়া উচিত।
সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঝুলনপুল বাজারের ১০টি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানগুলো থেকে কমপক্ষে নগদ অর্থ নিয়ে গেছে বলে দাবি দোকান মালিকদের।
এ বিষয়ে কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, রাত সাড়ে তিনটার দিকে ১০টি দোকানে চুরি হয়েছে। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার নগদ টাকা নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে কোন মালামাল চুরি হয়নি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।
এর আগে, গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নিরাপত্তা রক্ষী কার্তিক দাশকে ইট দিয়ে আঘাত করে বেঁধে রেখে পরিষদের ২টি ল্যাপটপ ও নগদ ৪৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
এর কয়েকদিন পর গত ২৭ নভেম্বর ভোররাতে উপজেলার ওয়াদেপুর ইউনিয়ন পরিষদের নিরাপত্তা রক্ষী হানিফের কক্ষে বাহির দিয়ে তালা লাগিয়ে পরিষদের ৩টি ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায় চোর চক্র।
মন্তব্য নেওয়া বন্ধ।