মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার নিজ অর্থায়নে ডেমো সোলার সিস্টেম লাইট বিতরণ শুরু করেছে। ঈদ উপহার হিসেবে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে এই লাইট বিতরণ করা হবে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলায়তনে আনুষ্ঠানিকভাবে ডেমো লাইট জালিয়ে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার জানান, রমজান মাস উপলক্ষে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রত্যেক ওয়ার্ড়ে এই ডেমো লাইট বিতরণ করা হবে। আমি মানুষের সেবা করতে চাই। সারা জীবন গরিব-দুঃখী, অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিজেকে উজাড় করে দেব।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।