মিরসরাইয়ে পিকআপ ভর্তি করে চোরাইকৃত গরু নিয়ে যাওয়ার সময় গাড়িসহ চালক ও সহকারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) ভোর রাত সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে মিরসরাই থানা পুলিশ।
আটককৃতরা হলো গাড়ির চালক লক্ষীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালীয় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জসিম উদ্দিন (৩৩) এবং সহকারি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদার পাড়া এলাকার মৃত আবু তাহেরে ছেলে মো. রানা (২০)।
মিরসরাই থানার উপ-পরিদর্শক খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীর চালক মো. জসিম উদ্দিন ও সহকারি মো. রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি গাভী, ১টি ষাঁড়, ১টি ষাঁড় বাচুর উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছিলো। আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান খায়রুল হাসান।