বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান চট্টগ্রাম খবরকে বলেন, শিক্ষার মানোন্নয়নে এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।