মিরসরাইয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রশিক্ষণ

মিরসরাইয়ে ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে বন ও বৃক্ষের ভূমিকা এবং করনীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) সকালে থেকে বিকাল ৫ টা পর্যন্ত মিরসরাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।

প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের।

প্রশিক্ষণ শেষে উপজেলার ২৭ জন প্রশিক্ষণ দাতাকে সনদ তুলে দেন রির্সোস পার্সনরা।

মন্তব্য নেওয়া বন্ধ।