মিরসরাই উপজেলার আলোচিত সন্ত্রাসী ও ৮ মামলার আসামি মীর হোসেন বাহার ওরফে বাহার ডাকাতকে (৩৮) গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটকৃত মীর হোসেন বাহার ওরফে বাহার ডাকাত মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ডাকাতি মামলার আসামি মীর হোসেন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।